নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়া নারী দল ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪১ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি নারী দলের অধিনায়ক মেগ লেনিং। টস জিতে ব্যাটিং নেয়া অধিনায়কের সিদ্ধান্তকে ঠিকভাবেই পরিচালিত করছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৬ চার ও ১ ছয়ে ২১ বলে ৪৩ রান করে আউট হলে ভাঙ্গে ৭২ রানের উদ্বোধনী জুটি। অধিনায়ক লেনিং ও করতে পারেন নি ১ রানের বেশি৷
চারে নামা অ্যাশলে গার্ডনারকে নিয়ে শুরু হয় বেথ মুনির ব্যাটিং তান্ডব। দুইজনের জুটি থেকে আসে ১১৫ রান। ২০ চারের সাহায্যে বেথ মুনি করেন ৬১ বলে ১১৩ রান আর ১ চার ও ৪ ছয়ে ২৭ বলে গার্ডনার করেন ৪৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করেন ২১৭ রান।
বিশাল লক্ষয়ামাত্রা তাড়া করতে নেমে এক মাত্র চামারি আতাপাত্তুর ব্যাটই কেবল হাসে। শেষ পর্যন্ত একাই লড়ে গেছেন দলের হয়ে। আতাপাত্তু ছাড়া দুই অঙ্কের কোঠায় পৌঁছেছে মাত্র একজন। হানসিমা করেন ২২ বলে ১৬ রান। আর অধিনায়ক চামারি আতাপাত্তু করেন ১২ চার ও ৬ ছয়ে ৬৬ বলে ১১৩ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা নারী দলের সংগ্রহ ১৭৬ রান।
আতাপাত্তুর এমন ইনিংসটা শুধু হারের ববদানটা কমাতে পারলেও পারেননি দলকে জিতাতে তাই তো ম্যাচ সেরার পুরষ্কারটা খোয়াতে হয়েছে অজি ওপেনার বেথ মুনির কাছে। বেথ মুনির এটি ২য় টি-২০ শতক হলেও আতাপাত্তুর এটিই প্রথম টি-২০ শতক।