নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ও লিটন দাসকে এই সফর থেকে ছুটি দিয়েছে বিসিবি। তাদের পরিবর্তে দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম।
মঙ্গলবার দুপুুরে মিরপুর শের–ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দল থেকে পেসার আবু জায়েদ রাহী বাদ গেছেন। বাকি সদস্যরা শ্রীলংকা সফরের দলে আছেন।
এদিকে একবছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ওপেনার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। গেল বছরের জুলাইয়ে উইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মূলত কদিন আগে খুলনায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করেন এনামুল হক বিজয়। এবার সেটিরই পুরস্কার পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে খেলা তাইজুল ইসলাম ফিরেছেন তিন বছর পর। বিগত শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে বিসিবি একাদশের হয়ে চার দিনের ম্যাচে ইনিংসে নেন ৮ উইকেট। সেটারই পুরস্কার পেলেন টাইগার স্পিনার।
আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।