একনজরে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান

মারুফ ইসলাম ইফতি »

সদ্য প্রকাশিত টি-টিয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ শেষে র‍্যাঙ্কিংয়ের বোলিং এবং অলরাউন্ডার তালিকা অপরিবর্তিত থাকলেও পরিবর্তন এসেছে এই ফরম্যাটের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং ক্যাটাগরিতে ৯ টি জায়গা অপরিবর্তিত থাকলেও উন্নতির দেখা পেয়েছে বিরাট কোহলী ও ইয়ান মরগান।র‍্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বিরাট কোহলী রেটিংয়ে উন্নতি হয়ে বর্তমান রেটিং গিয়ে দাঁড়িয়েছে ৬৮৩ তে।এছাড়া ৬৫৩ রেটিং নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার ইয়ান মরগান।মরগানের র‍্যাঙ্কিং অবস্থান এই মুহুর্তে তালিকার দশম স্থানে।এছাড়া র‍্যাঙ্কিংয়ের বাকী জায়গা গুলো পূর্বের মতো রয়েছে অপরিবর্তিত।

সর্বশেষ প্রকাশিত টি-টুয়েন্টি বোলার এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আসেনি কোন অপরিবর্তন।
র‍্যাঙ্কিংয়ের এই জায়গা গুলো অপরিবর্তিত রেখেই নতুন হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

একনজরে দেখে আসা যাক আইসিসির প্রকাশিত টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকা:

*ব্যাটসমান:
১.বাবর আজম
২.অ্যারন ফিঞ্চ
৩.ডেভিড মালান
৪.কলিন মুনরো
৫.গ্লেন ম্যাক্সওয়েল
৬.লুকেশ রাহুল
৭.এভিন লুইস
৮.হযরতউল্লাহ জাজাই
৯.বিরাট কোহলী
১০.ইয়ান মরগান

*বোলার:
১.রশিদ খান
২.মুজিব উর রহমান
৩.মিচেল সান্টনার
৪.ইমাদ ওয়াসিম
৫.এডাম জাম্পা
৬.এন্ডিলে ফেসিকায়ো
৭.আদিল রশিদ
৮.সাদাব খান
৯.অ্যাস্টন এগার
১০.ক্রিস জর্ডান

*অলরাউন্ডার:
১.মোহাম্মদ নবী
২.গ্লেন ম্যাক্সওয়েল
৩.শন উইলিয়ামস
৪.রিচার্ড বেরিংটন
৫.রোহান মোস্তফা
৬.মাহমুদুল্লাহ রিয়াদ
৭.কলিন্স আবুয়া
৮.জিশান মাকসুদ
৯.গ্যারেথ ডিলানী
১০.খাওয়ার আলী

উল্লেখ্য, আইসিসির প্রকাশিত সর্বশেষ টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং শেষে অলরাউন্ডার ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে নিজের জায়গা অক্ষত রেখে তালিকার ৬ নাম্বারে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »