https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপ শুরু হয়ে এখনও বাকি কয়েকদিন। ৩০ মে থেকে বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হলেও প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গেছে আজ (২৪ মে) থেকেই। আর প্রস্তুতির প্রথম দিনেই ইনজুরি আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা গিয়ে দাঁড়ালো ছয় জনে!
নেটে প্রাকটিস করার সময় আঙুলে চোট বাধিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টম লাথাম। এরপর তালিকায় আসলো ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের নাম। লাথামের মতই নেট প্র্যাকটিসে আঙুলে চোট পেয়েছেন তিনি। অন্যদিকে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের হেলমেটে বল লেগে কিছুটা আক্রান্ত হয়েছে মুখের অংশও। তবে প্রাথমিক ধারণা থেকে বলা হচ্ছে ধাওয়ানের ইনজুরি খুব বেশি গুরুতর নয়।
আজকে থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা। দুই ম্যাচেই ইনজুরির শিকার হয়েছেন ক্রিকেটাররা। লঙ্কান ব্যাটসম্যান অভিষিকা ফার্নান্দোর পর চোট পেয়েছেন বোলার ইসুরু উদানা। ফলে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। অন্যদিকে আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহাজাদ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২৫ বলে ২৩ রান করার পর হাঁটুতে সমস্যা অনুভব করেন। ফলে ইনিংস অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন শাহাজাদ।
বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে ক্রিকেটারদের এমন ইঞ্জুরি তাই বাড়তি ভাবনা হয়েই থাকছে দলগুলোর জন্য।