নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে দীর্ঘ ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। আর ফেরার মুহূর্তটাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে রাঙ্গিয়ে রেখেছে তামিম ইকবালের দল। যদিও বড় জয়ের পরেও অধিনায়ক মানছেন ব্যাটিংয়ের জন্য উইকেট কঠিন ছিলো।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং লিটন দাস। পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ৩৯ রান। যদিও বোল্ড হয়ে লিটন ১৪ রানে ফিরলে ভাঙে ৪৭ রানের জুটি। এরপর নাজমুল হোসেন শান্তও ফিরে যান ১ রানেই। সাকিব আল হাসানও ১৯ রান করে বোল্ড হয়ে ফিরেছেন। পরে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ মিলে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ব্যাট হাতে রান করার পরেও অধিনায়ক মানছেন ব্যাটিংয়ের জন্য উইকেট মোটেও সহজ ছিলো না। এর কারণ হিসেবে কিউরেটর নন তিনি বরং সারাদিনের আবহাওয়াকেই দুষছেন।
ম্যাচ শেষে উইকেট প্রসঙ্গে তামিম বলেন,”আমার মনে হয় উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিলো। আক্রমণাত্বক ব্যাটিং করতে চাইলেও সেটি সম্ভব ছিলো না। আমার মনে হয় আবহাওয়ার কারণে উইকেট কঠিন হয়েছে। যখন আমি উইকেট দেখেছিলাম আমার মনে হয়েছিলো ভালো খেলা হবে। কিন্তু সারাদিন রোদ ছিলো না তাই এর দোষ কাউকে দেয়া যাবেনা। এমন উইকেটে গিয়েই ব্যাট চালানো সম্ভব না। আমার মনে হয় সবারই ধৈর্য নিয়ে ব্যাটিং করতে হয়েছে।”
দিনের শুরুতে টস জিতে তাঁর বোলিংয়ের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছে মুস্তাফিজ-সাকিবরা। সাকিব একাই হাত ঘুরিয়ে গুড়িয়ে দিয়েছেন উইন্ডিজের ব্যাটিং মেরুদন্ড। আর বোলারদের এমন পারফরম্যান্স খুশি করেছে তামিমকে।
তিনি আরও বলেন,”অবশ্যই কোনো অভিযোগ নেই, আমরা দারুণ বোলিং করেছি। শুধুমাত্র স্পিনাররা নয় বরং ফিজ যেভাবে শুরু করেছে তাও খুব ভালো ছিলো। রুবেলও বেশ ভালোই করেছে। আর হাসান তো খুবই সুন্দর বোলিং করেছে। জরুরি উইকেটগুলো সঠিক সময়ে তুলে নিয়েছে। আর স্পিনারদের মধ্যে সাকিব উজ্জ্বল ছিল। মেহেদীও ভালো করেছে।”