‘এই ইনিংসটি আমার জীবন চিরতরে বদলে দিয়েছে’- ম্যাককালাম

নিউজ ডেস্ক »

২০০৮ সালের এইদিনে ২৬ বছর বয়সী নিউজিল্যান্ডের তরুণ উদ্ভোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম খেলেছিলেন ৭৩ বলে ১৫৮ রানের এক মহাকাব্বিক ইনিংস। ম্যাচটি ছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) উদ্ভোধনী আসরের ১ম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই অতিমানবীয় ইনিংসটি খেলেছিলেন সেদিন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের তুলোধুনা করে।

সেদিন সন্ধার এই মাইলফলকের ( তখনকার সময়ে এই ইনিংসটি ছিল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস) স্মৃতিচারণ করতে গিয়ে ম্যাককালাম বলেন, ‘ঐ রাতের দেড় ঘন্টা আমার জীবন সম্পুর্ণ বদলে দিয়েছে। কেন আমি সেদিন সৌরভ গাঙ্গুলির সাথে প্রথমবারের মত মাঠে নামার এমনকি প্রথম বল মোকাবেলার সুযোগ পেলাম? প্রথম খেলায় আমি কীভাবে সুযোগ পেলাম, প্রথমেই ব্যাটিংয়ের সুযোগ পেলাম ক্রিকেটের জন্য বিশাল আসরে? আমি কীভাবে সেই সুযোগটি কাজে লাগাতে পেরেছিলাম? সেদিন আমি কতটা ভাগ্যের সহায়তা পেয়েছি? সত্যি বলতে কী, আমি এর কোনটির উত্তর জানি না, তবে আমি জানি এটি আমার জীবন চিরতরে বদলে দিয়েছে।‘ 

ম্যাককালাম স্বীকার করেছেন যে তিনি কখনও সত্যই ভাবেননি যে এরকম একটি কীর্তি গড়তে পারবেন। তার প্রথম ফিফটি করতে লেগেছিল ৩২ বল নিয়েছিল, দ্বিতীয়টি ২১ বল, এবং তার তৃতীয়টি মাত্র 17 বলে। যেখানে তিনি একাই অপরাজিত ১৫৮ রান করেছিলেন,সেখানে  রয়্যাল চ্যালেঞ্জাররা মাত্র ৮২ রানে গুটিয়ে গিয়েছিল।

‘এটা ১০০ ভাগ সত্যি যে, আমি এটি করতে পারতাম না আমার সতীর্থদের ছাড়া। এই মুহূর্থে পিছনে তাকিয়ে আমি শুধু বলতে পারি কতটা ভাগ্যবান ছিলাম আমি।‘ বলেন ম্যাককালাম

ম্যাককালাম তাঁর সেই সময়ের অধিনায়ক ও উদ্ভোধনী সহযোগী সৌরভ গাঙ্গুলি এই অসাধারণ ইনিংসের  প্রতিক্রিয়া স্মরণ করে বলেন, ‘দাদা বলল, তোমার জীবন পুরুপুরি বদলে গিয়েছে এবং আমি আসলেই জানতাম না তিনি কি বুঝাতে চাচ্ছেন এই সময়ে তবে আমি তার সাথে শতভাগ সম্মত ছিলাম।‘

ম্যাককালাম কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০৮-১০ সাল পর্যন্ত ৩৫ ইনিংসে ৮৮২ রান করেন ১২১ স্ট্রাইকরেটে। ম্যাককালাম বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে কোচের দায়িত্ব পালন করছেন।

 

নিউজ ক্রিকেট / এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »