শান্তকে অধিনায়ক করে এইচপি দল ঘোষণা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য হাই পারফরম্যান্স (ইমার্জিং ) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হতে যাচ্ছে ১৮ আগস্ট থেকে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২১ আগস্ট এবং তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট। প্রথম দুটি ম্যাচ বিকেএসপিতে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে খুলনার শেখা আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচেও অংশ নিবে বাংলাদেশ ইমার্জিং দল। ওই ম্যাচ দুটোর ভেন্যু নির্ধারন করা হয়েছে কক্সবাজারের শেখ ল্কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এক নজরে ১৫ সদস্যের এইচপি দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি রাব্বি (সহ অধিনায়ক), আফিফ হাসান ধ্রুব, মাহিদুল ইসলাম ভূঁইয়া, নাইম শেখ, সাইফ হাসান, জাকির আলি, আমিনুল ইসলাম বিপ্লব, ইয়াসিন আরাফাত মিশু, নাইম হাসান, শহিদুল ইসলাম, সুমন খান, শফিকুল ইসলাম, তানভির ইসলাম এবং মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে

রবিউল হক, ফারদিন হোসেন, ইরফান হোসেন, সাব্বির হোসেন, মেহেদী হাসান রানা, মানিক খান ও জাকির হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »