নাফিসুল হক »
শামীম পাটওয়ারী যুব বিশ্বকাপ জয়ী দলের প্রতিভাবান এই অলরাউন্ডারের এইবার বঙ্গবন্ধু ডিপিএলে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্টের বেশির ভাগ সময়ই তাকে দলে পাবেন না প্রাইম দোলেশ্বর। আগে থেকেই তার লিগামেন্টের চোট ছিল সাথে যুক্ত হয়েছে আসন্ন এইচএসসি পরীক্ষা।
আগামী ১৫ই মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ ছিল এই অলরাউন্ডারের। যদিও তার অনিশ্চতার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কোচ মিজানুর রহমান। শামীম পাটওয়ারী যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে দলের জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তখন থেকেই তার এই চোট। দলের প্রয়োজনে এই চোট নিয়েই খেলা চালিয়ে গেছেন তিনি। এখনো আরো এক থেকে দেড় মাস সময় লাগবে এটা কাটিয়ে উঠতে। আর এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। তিনি এইবার এইচএসসি পরীক্ষার্থী। সব মিলিয়ে হয়তো টুর্নামেন্টের শেষ ভাগে তাকে দেখা যেতে পারে মাঠে। দেখা যাক মাঠে ফিরে দলের জন্য কতটা সাফল্য নিয়ে আসতে পারেন !!!