https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
মধ্যবিত্ত পরিবারের ঋণ যেন এক নিত্য দিনের স্বাভাবিক ঘটনার মতই। পান্তা আনতে নুন ফুরায় এমন অবস্থার মধ্য দিয়ে যারা সাংসারিক জীবন পার করছেন তাদের ঋণের বোঝাটা একটু বেশিই। তবে সে বোঝা বইতে না পেরে এবার আত্মহত্যা করলেন ভারতীয় ক্রিকেটার। শুধু ক্রিকেটারই নয় সাথে আত্মহত্যা করেছেন তাঁর মা’ও।
২৫ বছর বয়সী বিনোদ পেশায় ছিলেন একজন ক্রিকেটার। পূর্ব বিহারের সাইবা ক্রিকেট ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন এই ক্রিকেটার। সংসার চালাতে হিমশিম খেতে হত ক্রিকেট খেলার পারিশ্রমিক দিয়ে। তাই পার্ট টাইম একটা জবও করতেন বিনোদ। তবে ঋণের বোঝা দিন দিন বেড়ে যাওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছে মুম্বাই পুলিশ।
শুক্রবার বিহারের একটি ফ্ল্যাট থেকে মা-ছেলের মরাদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণা থেকে বুঝা যায় বিষ পানে মৃত্যু হয়েছে দুজনের।