কে এম আবু হুরায়রা »
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচ আজ। আগেই দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। আজ ম্যাচটি হোয়াইট ওয়াশের জন্য নামবে বাংলাদেশ। তবে সব কিছু ছাপিয়ে যেন ম্যাচটি একটু ভিন্ন। ভিন্ন হবে বৈকি! নেতা মাশরাফির যে আজই শেষ। আর এই শেষটাকে নিশ্চই রাঙাতে চাইবেন সতীর্থরা।
কাপ্তান মাশরাফির শুরু ২০০৯ সালে শুরু হলেও এই মাশরাফির অভ্যুত্থান যেন ২০১৪ সালে হারের বৃত্তে ঘুরতে থাকা এক বাংলাদেশের আলোর দিশারী হিসেবেই। বিভিন্ন সময়ে কঠিন সময় পার করেছেন তিনি। ফিরে এসেছেন সাহসীকতার সাথে। পরিসংখ্যান বলে তিনি বাংলাদেশের সেরা অধিনায়ক৷ ৮৭ ম্যাচে ৪৯ জয় নিয়ে সর্বোচ্চ অবস্থানেযে শুধু তারই নাম জ্বল জ্বল করে।
আজ অধিনায়কত্বের শেষ ম্যাচেও দাড়িয়ে একটি অনন্য এক মাইলফলকের সামনে। অধিনায়ক হিসেবে ৫০টি জয়ের দারপ্রান্তে তিনি। তবে সেটি করতে হলে আজই করতে হবে সতীর্থদের। কারন আজই যে তার শেষ ম্যাচ! পরবর্তীতে বড় বড় দলের সাথে জয় পেলেও মাশরাফির নামের পাশেতো আর অধিনায়ক লেখা থাকবেনা। জয়ের হাফসেঞ্চুরিও লেখা হবেনা।
জিম্বাবুয়েতেই শুরু জিম্বাবুয়ে দিয়েই শেষ। মাঝে গড়েছেন নতুন ইতিহাস। আজও শেষ ম্যাচে হাসি মুখে নতুন ইতিহাস সৃষ্টি করাই হবে সতীর্থদের পক্ষ থেকে মাশরাফির জন্য শ্রেষ্ঠ উপহার।