মমিনুল ইসলাম »
গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর হাত ধরে পর্দা উঠে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। পর্দা উঠার পর দিনই নিজেদের জার্সি উন্মোচন করলেন বন্দর নগরীর প্রতিনিধিত্বকারী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের জন্য দুইটি জার্সি উন্মোচন করলেন তারা। নীল রঙের একটি জার্সি ও বেগুনী-কালোর সংমিশ্রণে তৈরী করা হয় একটি জার্সি। তবে বেশির ভাগ ম্যাচে ব্যবহার করা হবে বেগুনী ও কালো রঙের জার্সিটি। নীল রঙের জার্সিটি কেবলমাত্র ব্যবহার করা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা ম্যাচ গুলাতে।
আজ (৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে নিজেদের জার্সি উন্মোচন করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, একমির পরিচালক ফাহিম সিনহা, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস। এছাড়াও ক্রিকেটার ও কোচিং স্টাফরাও উপস্থিত ছিলেন।
আসন্ন বঙ্গবন্ধু বিপিএল নিয়ে নিজেদের লক্ষের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, জুবায়ের হোসেন লিখন, এনামুল হক জুনিয়ররা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদেশী ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের মাঝে উপস্থিত ছিলেন রায়াদ এমরিদ, রায়ান বার্ল, অভিস্কা ফার্নান্দো।
জার্সি উন্মোচন ও ক্রিকেটারদের কথা শেষে প্রকাশ করা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সদের কো স্পন্সরদের নাম। আখতার গ্রুপের পাশাপাশি রয়েছে একমি, জেট পেইন্টস, ডেলটা ফার্নিচার, প্রোটন, সেইলর, মিনিস্টার ফ্রিজ, ওল্ডটাউন কফি ও শাওমি। এছাড়াও রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও ফুর্তি।