উধাও হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের ড্রোন!

সানিউজ্জামান সরল »

সাগরিকায় চলছিলো আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ। এ ম্যাচেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বঙ্গবন্ধু বিপিএলের সম্প্রচারে নিযুক্ত থাকা একটি ড্রোন হঠাৎ করেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে উধাও।

ম্যাচ চলাকালীন সময়ে উপর থেকে মাঠের পুরো শর্ট নেওয়ার জন্য উড়ানো হয়েছিল ড্রোন। তবে হঠাৎ করেই ড্রোনটির সিগনাল বন্ধ হয়ে মাটিতে পতিত হয়। পরবর্তীতে ড্রোনটি অনেক খুঁজাখুঁজির পরও সন্ধান জানা জায় নি।

হারিয়ে যাওয়া ড্রোনটির মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ৫ লাখ টাকা। দামী এই ড্রোনটি খুঁজে পেতে ভিন্ন এক উদ্যোগ নিল কর্তৃপক্ষ। কেউ যদি ড্রোনটি খুঁজে পেয়ে কর্তৃপক্ষকে দিতে পারে, তাহলে তাকে অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। অর্থের পরিমাণ ১০ হাজার টাকা।

ড্রোনটির নিয়ন্ত্রণ হারানোর প্রধান কারণ এটির চার্জ শেষ হয়ে যাওয়া বলে জানিয়েছেন কানাডার একজন ড্রোন নিয়ন্ত্রক। যান্ত্রিক গোলযোগে নিয়ন্ত্রণ হারানক এই ড্রোনটি খুঁজে না পাওয়া গেলে, ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হবে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিন ছিল আজ। আর প্রথম দিনেই সাগরিকায় ঘটে গেল এমন একটি অপ্রত্যাশিত ঘটনা। যা রীতিমতো অবাক করেছে কর্তৃপক্ষ থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদেরও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »