নিউজ ডেস্ক »
ওয়ানডে ক্রিকেটে বিদায় জানিয়েছিলেন বেন স্টোকস। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো স্টোকস ওডিআই ক্রিকেটকে ফিরেছেন দলের স্বার্থে। বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে ফিরিয়ে আনা হয়েছে ইংলিশ এই গ্রেট অলরাউন্ডারকে। তবে বিশ্বকাপ শুরুর দিনই ইংলিশরা মাঠে নামলেও নামছেন স্টোকস। ছোটখাটো ইনজুরি সমস্যায় ভোগছেন বলেই প্রথম ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেছে কিউই কাপ্তান কেইন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সেরে না উঠায় প্রথম ম্যাচে তাদেরকে ছাড়াই মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে।
সর্বশেষ বিশ্ব আসরের ফাইনাল খেলা দুই দলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ৮৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস।
স্টোকসের চোট পরিস্থিতির খবর দিয়ে তাঁকে না খেলানোর ইঙ্গিত দিয়েছেন ইংলিশ অধিনায়ক বাটলার। তিনি বলেন, ‘তাঁর নিতম্বে ছোটখাটো সমস্যা আছে। যদি খেলার মতো ফিট না থাকে, খেলবে না। যদি ফিট থাকে, খেলবে। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। টুর্নামেন্টের শুরুতেই কাউকে বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শেষের কাছাকাছি সময়ে চোটের বিষয়ে হয়তো ঝুঁকি নেওয়া যাবে। আর এটা কিন্তু অনেক লম্বা টুর্নামেন্ট।’