সানিউজ্জামান সরল »
রাত পোহালেই মিরপুরে আরম্ভ হবে বিপিএল উদ্বোধনীর আমেজ। নানা আয়োজনে আয়োজিত হওয়া এই অনুষ্ঠানটিতে অপেক্ষা করছে হরেকরকমের চমক। সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কিছু প্রতিচ্ছবি ফুটয়ে তোলার মাধ্যমেই সূচনা হবে এ অনুষ্ঠানের।
আগামীকাল (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আলাদা মঞ্চও তৈরি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। প্রেসিডেন্ট বক্সের ঠিক সামনের দিকটায় বানানো হয়েছে তার জন্য আলাদা একটি মঞ্চ।
এই আয়োজনের জন্য হতে এক সপ্তাহে ধরেই প্রস্তুতির কাজটা শুরু হয়েছে। আজ সারাদিনও এর ব্যাতিক্রম নয়। এমনকি এখন পর্যন্তও (রাত) চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।
কাল বিকেল সাড়ে ৪ টা থেকে দেশি-বিদেশি তারকাদের নিয়ে নাচে গানে মেতে উঠবে মিরপুর। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধানমন্ত্রী করবেন এ অনুষ্ঠানের উদ্বোধন। এর আগের সময়ে দেশী তারকারা নাচে গানে মুখরিত করে তুলবেন মঞ্চ। বিকেল ৫ টায় দেশি শিল্পীদের নিয়ে শুরু হবে এ অনুষ্ঠান।
আসুন জেনে নিই দেশি শিল্পীরা কারা এবং কখন পারফর্ম করবেনঃ
• মইদুল ইসলাম খান- ৫টা ২৫ থেকে
• রেশমি মির্জা- ৫টা ৩৫ থেকে
• জেমস- ৬টা থেকে
• মমতাজ- ৬টা ৪০ থেকে
এবার জেনে নিই বিদেশি তারকারা কারা এবং কখন পারফর্ম করবেনঃ
• সনু নিগাম- ৭টা ৪৫ থেকে
• কৈলাশ খের- ৮টা ৫৫ থেকে
• ক্যাটরিনা- ৯টা ৩৫ থেকে
• সালমান- ১০টা থেকে
• সালমান-ক্যাটরিনা একসাথে- ১০টা ২০ থেকে
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন শেখ সোহেল। গভর্নিং কাউন্সিলের এ চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের জানান, ‘আপনারা জানেন, সাড়ে ৫টায় গেট বন্ধ করা হবে। বিকাল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। প্রথমে বাংলাদেশের শিল্পীরা মঞ্চে উঠবেন। ৬টার দিকে বাংলাদেশের জেমস সঙ্গীত পরিবেশন করবেন। এরপর ৭টায় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবেন। সাড়ে ৭টায় মমতাজ আপা সঙ্গীত পরিবেশন করবেন। আর এরপর ৭টা ৪৫ এর দিকে সনু নিগম সঙ্গীত পরিবেশন করবেন এবং সনু নিগমের পর আরেকজন শিল্পী। ৯টা ৩৫ থেকে ক্যাটরিনা কাইফ আর ক্যাটরিনা কাইফের পরই সালমান খান। ৪টা ৩০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত আমাদের অনুষ্ঠানের লাইনআপ।’
প্রসঙ্গত, কালকের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আজ সারাদিন ভর চলেছে এর প্রস্তুতি। প্রস্তুতি চলাকালীন সময়ে বিকেল নাগাদ মাঠ এবং এর প্রস্তুতি পর্যবেক্ষণ করতে আসেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। পাপনের সাথে ছিলো বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরাও।