উদারতার এক উত্তম দৃষ্টান্ত স্থাপন করলেন রামদিন!

সানিউজ্জামান সরল »

মহৎ মানুষিকতার পরিচয় দিয়ে খবরের কাগজে ক্রিকেটারদের শিরোনাম হওয়ার বিষয়টা হরহামেশাই হয়ে আসছে। তবে রামদিন যেনো আরো এক ধাপ এগিয়ে গেলেন। কেননা ৪ বছরের এক অবুঝ শিশুর মুখে তিনি হাসি ফুটিয়েছেন এবং সেটা শুধু ভালোবাসার জোরেই।

শুনে অবাক হতেই পারেন আপনি, আর সেটাই স্বাভাবিক। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠের উদ্দেশ্যে টিম বাসে রওনা দেয় উইন্ডিজ শিবির। আর তখনি প্রকাশিত হলো মনুষ্যত্ব গ্রহে অবস্থানরত এক মানব পুত্রের উদারতা মেশানো মনোভাব।

চলতি টিম বাসের জানালা দিয়ে রামদিন লক্ষ্য করলেন, এক শিশু তার অভিভাবকের সাথে দাঁড়িয়ে তাদের উদ্দ্যেশ্যে হাত নাড়ছেন। ৪ বছরের এ শিশুর ভালোবাসা রামদিনের হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। সাথে সাথেই টিম বাসা থামিয়ে শিশুটির কাছে ছুটে আসেন তিনি। তারপর অবুঝ এই শিশুটিকে তিনি এক ভালোবাসার উপহার দেন। আর তারপর দ্বিতীয় টি-টোয়েন্টি দেখার টিকিটও তার হাতে তুলে দিয়েছেন রামদিন।

রামদিনের এমন মহানুভবতা মনে ধরেছে ভারত ভক্তদের মাঝেও। রামদিনের প্রশংসা করতে একটুও পিছপা হয় নি তারা। এমনকি তারা রামদিনের এই কান্ডে মুগ্ধ হয়ে, তার চারপাশ ঘিরে দাঁড়ান। শুধু ভারতীয় সমর্থকরাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দেশের ভক্তদের কাছ থেকেই প্রশংসা কুড়াচ্ছেন ক্যারিবীয় উইকেট কিপার এ ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »