উদযাপন এখনই নয়; সিরিজ জেতার পর উদযাপনঃ মুশফিকুর রহিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটে গত কিছু দিন যে কালো জড় বয়ে গেছে, তাতে জয়ের উদযাপনে আত্নহারা হওয়ার কথা মুশফিক, মাহমুদউল্লাহদের। সেখানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দৃশ্যমান কোনো উদযাপন ও করল না সফরকারীরা।ম্যাচ জয়ের নায়ক মুশফিক জানিয়েছেন, উদযাপন এখনই নয়, সিরিজ জয়ের পর উদযাপন করতে চান তারা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুর্দান্ত মুশফিকে প্রথম বারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েনটিতে জয়ের দেখা পেল বাংলাদেশ।মুশফিক-মাহমুদল্লাহর মধ্যে দেখা যায়নি জয়ের বাড়তি কোনো উচ্ছ্বাস।মাহমুদউল্লাহর ব্যাটে উইনিং শটে ডাগআউট থেকে ছুঁটে আসেনি কোনো সতীর্থ।বাড়তি উচ্ছ্বাস এখনই নয়, লক্ষ্য নাকি সিরিজ জয়- বললেন মুশফিক।

এই নিয়ে মুশফিক বলেন, “সিরিজও জিতি নাই। আরও একটা ম্যাচ জিতে যদি সিরিজটা জিততে পারি তাহলে ইনশাল্লাহ আরও ভালো উদযাপন করব।”

মুশফিক বলেন, “আমরা এখানে প্রতিটা ম্যাচে লড়াই করতে এসেছি। প্রতি দিন একটু একটু করে উন্নতি করা আমাদের মূল লক্ষ্য। অবশ্যই আরেকটি জয়ের দিকে আমরা তাকিয়ে আছি। সেটা হতে পারে পরের ম্যাচেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »