https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ২৫তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকা ম্যাচ হেরে বসেছে ৪ উইকেটে। কেন উইলিয়ামসনের মাটি কামড়ানো ইনিংসে ভর করে শেষ ওভারে এই জয় পেয়েছে কিউইরা।
২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। কলিন মুনরো ব্যক্তিগত ৯ রানে ফিরে গেলে দুর্ভাগ্যজনকভাবে হিট উইকেটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৩৫ রানে ফিরে যান। এরপর উইকেটে থিতু হতে পারেননি রস টেলর এবং টম লাথাম। তবে ম্যাচকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন। কলিন ডি গ্র্যান্ডহোমকে সাথে নিয়ে ৯১ রানের জুটি গড়েন উইলিয়ামসন। গ্র্যান্ডহোম ৪৭ বলে ৬০ রান করে দলের জয় এগিয়ে দিয়ে গেলে শেষ ওভারে জয়ের জন্য কিউইদের ৮ রান প্রয়োজন হলে ৩ বলেই জয় তুলে নেয় উইলিয়ামসেন দল। কিউই দলপতি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩৮ বলে ১০৬ রানে।
ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার কুইন্টন ডি কককে হারায় প্রোটিয়ারা। দলিয় ৯ রানে ডি ককের বিদায়ের পর হাশিম আমলা এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস মিলে গড়েন ৫০ রানের জুটি। ৩৫ বলে ২৩ রান করে লুকি ফার্গুসেনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন প্লেসিস। অন্যদিকে ৮৩ বলে ৫৫ রানের ধীর গতির ইনিংস খেলে ফিরে যান আমলাও। পঞ্চম উইকেট জুটিতে এইডেন মারক্রাম ও ভেন ডার ডসেন মিলে গড়েন ৭২ রানের জুটি। উইকেটে থিতু হয়ে ৬৪ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন ডসেন। এছাড়া মারক্রাম ৩৮ এবং ডেভিড মিলার করেন ৩৬ রান।
বৃষ্টির কারণে ম্যাচ কিছুটা দেরিতে শুরু হওয়ায় এদিন ইনিংসের দৈর্ঘ্য এক ওভার কমে আসে ৪৯ ওভারে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৪১ রানের লড়াকু পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।