https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সফল দল হিসেবেই রয়েছে নিউজিল্যান্ড। নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় তুলে নিয়েছে তারা। বৃষ্টিতে একটি ম্যাচ পণ্ড হওয়ায় সেখানেও পেয়েছে একটি পয়েন্ট।
কিউইদের এমন সাফল্যে অবদান রাখছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এবার উইলিয়ামসনকে এক হাত নিয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যাডামস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কেন উইলিয়ামসন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তখন ইমরান তাহিরের করা একটি বল উইলিয়ামসনের ব্যাটে স্পর্শ করে বলটি গিয়ে জমা পরে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। ম্যাচ আম্পায়ার অবশ্য সেটা বুঝতে পারেননি ফলে আউটও দেননি। আর উইলিয়ামসন একাই ওই ম্যাভচটি জিতিয়ে নেন।
সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যাডামস উইলিয়ামসনের ব্যাটিং করার সেই মুহূর্তের ছবি তার টুইটারে পোস্ট করে লিখেন, ‘উইলিয়ামসন মাঠ ছাড়লেন না কেন?’
এর পরবর্তী সময়ে আরও একটি টুইটে তিনি লিখেন, ‘তখন না ফিরে যদি মানকাড আউট হতেন তাহলে নিশ্চয়ই খারাপ লাগতো।’
এদিকে ম্যাচ শেষে অবশ্য প্রোটিয়া দলের ফাফ ডু প্লেসিস উইলিয়ামসনের দোষ দেননি। তিনি বলেন, ‘আমরা সতর্ক ছিলাম না এটা নিয়ে। আমি কুইন্টনকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম। সে খুব কাছে থেকেও বুঝতে পারেনি। এমনকি উইলিয়ামসন নিজেও বুঝতে পারেনি।’