নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মুঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। সেঞ্চুরির দেখা পেয়েছেন কেন উইলিয়ামসন ও রাচিন রবিন্দ্র।
বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় দুই রানে ডেভন কনওয়ে (১) আউট হয়ে ফিরে যান। এরপর দলীয় ৩৯ রানে আরেক ওপেনার টম ল্যাথাম ২০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তৃতীয় উইকেট জুটিতে রাচিন রবিন্দ্রকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। ২ উইকটে ৬৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় কিউইরা।
দ্বিতীয় সেশনেও বেশ ভালোভাবেই ব্যাটিং করেন উইলিয়ামসন ও রাচিন। ফিফপির দেভা পান উইলিয়ামসন। চা বিরতিতে যাওয়া আগে কিউইদের স্কোর বোর্ডে রান দাড়ায় ন২ উইকেটে ১২৫ রান।
তৃতীয় সেশনে প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হয়ে রান তুলতে থাকেন উইলিয়ামসন ও রাচিন। টেস্টে অভিষেক ফিফটি তুলে নেন রচিন। এই দুজনই আস্থার সাথে ব্যাট চালান। সেঞ্চুরির দিকে এগুতে থাকেন উইলিয়ামসন। কিউইদের দলীয় স্কোর দুইশ ছাড়ায়। আর টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরিও তুলে নেন উইলিয়ামসন।
অন্যদিকে উইলিয়াসনকে ভালোই সঙ্গ দেন রাচিন। অভিষেক টেস্ট ফিফটিটাকে শেষ পর্যন্ত অভিষেক সেঞ্চুরিতে পরিণত করেন রাচিন রবিন্দ্র। এরপর উইলিয়ামসন-রাচিনের তৃতীয় উইকেট জুটি দুইশ ছাড়ায়। দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ২৫৮ রান। ২১৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তারা। উইলিয়ামসন ১১২ ও রাচিন ১১৮ রানে অপরাজিত থাকেন।
নিউজক্রিকেট২৪/আরএ