উইন্ডিজ পেসারদের নিয়ে বাড়তি সতর্ক ইংল্যান্ড

নিউজ ডেস্ক »

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ জুলাই সাউথ্যাম্পটনে করোনার পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরবে। এই ম্যাচে ইংল্যান্ড খেলবে উইন্ডিজের বিরুদ্ধে। আর এই ম্যাচের আগে ইংলিশ দলপতি জো রুট উইন্ডিজ পেসারদের নিয়ে বাড়তি সতর্ক থাকার কথা জানিয়েছেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, ‘উইন্ডিজের স্কিল ও তারা এই সিরিজে কি করতে পারে সে সম্পর্কে আমরা অবগত আছি। তাদের বোলং অনেক ভয়ংকর হতে পারে, এই নিয়ে আমরা সচেতন ও পরিষ্কার আছি। আর এই কারণে আমরা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

রুটের এমন বাড়তি সচেতনতার কারণে মূলত ২০১৯ সালে উইন্ডিজ সফরে তাদেরকে উইন্ডিজ পেসাররা কঠিন পরীক্ষা নিয়েছিলো। উইন্ডিজ পেসারদের মধ্য সে সময় ১৮ উইকেট নিয়ে কেমার রোচ সিরিজ সেরা নির্বাচিত হন। তরুণ পেসার আলজারি জোসেফ শিকার করেন ১০ উইকেট। সাথে ৯ উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। এই সিরিজটি ইংল্যান্ড হেরেছিলো ২-১ এ।

উইন্ডিজের এই বারের দলেও বেশ কিছু তরুণ ও অভিজ্ঞতা ফাস্ট বোলার আছে। যারা ইংল্যান্ডের ব্যাটিংয়ে কলাপ্স করাতে পারে।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »