https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
একে তো হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা আরেক দিকে ব্যাটসম্যানরা ছিলেন ফর্মে। তবে এই বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সেই ব্যাটিংটাও দেখাতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানের সংগ্রহ ছিল সাকুল্যে ১০৫ রান। যা ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা টপকে গেছে মাত্র ১৩.৪ ওভার খেলেই।
ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশাল ব্যবধানে ম্যাচ হেরে পাকিস্তান দল বিশ্বকাপে দেখেছে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৪ রানে গুটিয়ে যাবার পর এখন পর্যন্ত সেটাই রয়্যেছে বিশ্বকাপের আসরে তাদের সর্বনিম্ন স্কোর।
এক নজরে বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন ৫টি স্কোর-
৭৪/১০, বনাম ইংল্যান্ড (১৯৯২ বিশ্বকাপ)
১০৫/১০, বনাম উইন্ডিজ (২০১৯ বিশ্বকাপ)
১৩২/১০, বনাম অস্ট্রেলিয়া (১৯৯৯ বিশ্বকাপ)
১৩২/১০, বনাম আয়ারল্যান্ড (২০০৭ বিশ্বকাপ)
১৩৪/১০, বনাম ইংল্যান্ড (২০০৩ বিশ্বকাপ)
শুধু তাই নয়, উইন্ডিজ ২১৮ বল হাতে রেখেই হারিয়েছে পাকিস্তানকে। যা বলের বিবেচনায় বিশ্বকাপের আসরে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় হার।