https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ব্রিস্টলে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ফলে দুই দলকেই ১ পয়েন্ট করে নিয়ে থাকতে হয়েছে সন্তুষ্ট। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার তুলনায় কম শক্তিশালী দল হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল জয় তুলে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সেমি ফাইনালের পথে। তবে শেষ পর্যন্ত জয় হল বৃষ্টিরই।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া সাকিব হয়তো আজকের ম্যাচে মাঠে নাও নামতে পারতেন। তাই সাকিব পেয়েছেন বিশ্রামের জন্য কিছুটা বাড়তি সময়। ফিজিওর সাথে কথা বলেই সাকিবকে পাঠানো হয়েছে বিশ্রামে।
লঙ্কামদের বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ার দিন দলের হেড কোচ স্টিভ রোডস আসেন সংবাদ সম্মেলনে। তিনি আশা প্রকাশ করেন উইন্ডিজের বিপক্ষে ১৭ জুন উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন সাকিব।
রোডসের ভাষ্য, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব ছোটখাটো একটা চোট পেয়েছে। তারপরেও কিন্তু সে লড়াই করেছে। ইনজুরি নিয়েই সে দারুণ ব্যাটিং করেছে। আমরা আশাবাদী সে খুব দ্রুতই সেরে উঠবে। আশা করছি উইন্ডিজের বিপক্ষে ম্যাচেই সে খেলতে পারবে’