https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে উইন্ডিজ ও পাকিস্তান। আজ (শুক্রবার) বিকাল সাড়ে ৩টায় নটিংহ্যামে মাঠে নামার কথা রয়েছে দুই দলের।
উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন (৩০ মে) ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের সে ১২ সদস্যের দলে রাখা হয়নি অভিজ্ঞ শোয়াব মালিক, শাহিন আফ্রিদির মত ক্রিকেটারদের। অন্যদিকে ১২ সদস্যের দলে রাখা হয়েছে আসিফ আলি, মোহাম্মদ আমি কিংবা ওয়াহাব রিয়াজদের।
উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড দেখে নেয়া যাক এক নজরে-
ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি।