https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টনটনের উইকেট নিয়ে রয়েছে ধোঁয়াশা, বেশিরভাগ ব্যাটসম্যান-বোলাররা নেই ফর্মে, টানা দুই ম্যাচ হারের পর শ্রীলঙ্কার মত দলের সাথেও পয়েন্ট ভাগাভাগি এ যেন এভারের বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য অপ্রাপ্তির বার্তা নিয়েই এসেছে। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ দল আজ (সোমবার) মাঠে নামছে টনটনে।
এখন পর্যন্ত বাংলাদেশ এবং উইন্ডিজ দুই দলের পয়েন্টই সমান। তবে রান রেটের মারপ্যাঁচে টেবিলে উইন্ডিজের অবস্থান উপরে। আজকের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে জিততে না পারলে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল ছিটকে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। কেননা আজকের ম্যাচ ব্যতীত বাংলাদেশ দলের ম্যাচ বাকি থাকবে চারটি যেখানে মুখোমুখি হতে হবে শক্তিশালী ভারত এবং অস্ট্রেলিয়ার মত দলগুলোর বিপক্ষে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানালেন একই কথা। ‘হ্যাঁ, দুই দলেরই পয়েন্ট সমান। তবে আমি এবাভে ভাবতে চাই না। আমিয়ামাদের মত করেই ভাবতে চাচ্ছি। এখনই সব শেষ ভেবে আমরা আগতে চাই না। এখনও আমাদের সামনে পাঁচটা ম্যাচ বাকি। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেই আমরা আগাতে চাই। তবে অবশ্যই কালকের (আজকের) ম্যাচে জয় চাই আমরা। অনেক কারনেই এই মুহূর্তে আমাদের জয়টা দরকার। জয়ের বিকল্প কিছু নেই।’