উইন্ডিজের বিপক্ষে একাদশে থাকছেন মিরাজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সোমবার উইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। ইংলিশ কন্ডিশনে অন্যান্য দলগুলো যেখানে চারজন পেসার নিয়ে মাঠে নামছে তখন বাংলাদেশ দল খেলছে একজন বাড়তি স্পিনার নিয়ে।

টাইগারদের স্পিন বিভাগে নেতৃত্ব দিতে দেখা যায় সাকিবকেই। গত তিন ম্যাচেই সাকিবের সাথে দেখা গিয়েছে আরেক অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে। তবে উইন্ডিজের বিপক্ষে একজন বাড়তি পেসার অর্থাৎ চারজন পেসার নিয়ে মাঠে নামার ব্যাপারে অনেক জল্পনাকল্পনা করা হচ্ছিল। কিন্তু আদতে সেটা হচ্ছে না।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথায় এমন আভাসই পাওয়া গিয়েছে। অফ স্পিনার হিসেবে মিরাজকে দলে নেয়ার ব্যাপারে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন মাশরাফি।

তিনি বলেন, ‘ইতিহাসের দিকে তাকালে দেখবেন যে আমরা উইন্ডিজের মারকুটে ব্যাটসম্যানদের বিপক্ষে অফ স্পিনার দিয়ে সফল হয়েছি। এবারের বিশ্বকাপেও মিরাজ সফল হয়েছে। প্রায় প্রতি ম্যাচেই ব্যাটসম্যানরা তাকে সমীহ করেছে। তাছাড়া উইন্ডিজের পাঁচজন বাঁহাতি ব্যাটসম্যান আছে তাই এখানে একজন অফ স্পিনার নেয়ার যৌক্তিকতা রয়েছে।’

টনটনের ছোট আউটফিল্ড নিয়ে মাশরাফির ভাষ্য, ‘মাঠের আকার আয়তন নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের ভাবনায় মাঠের আকার আয়তন নেই। আউটফিল্ড ছোট বড় কোনো ফেক্টর নয়। আসল কথা হচ্ছে আমাদের ভালো খেলতে হবে। মাঠ ছোট হওয়ায় শুধু উন্ডিজের ব্যাটসম্যানরাই নয় আমাদের ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পাবে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা বিগ হিটে পটু এটা সবাই জানে। সব বড় মাঠেই তারা ছক্কা হাঁকাতে পারে তাই এখানেও তাদের খুব বেশি অসুবিধা হবে না।’

‘ওয়েস্ট ইন্ডিজ কালকে তাদের সর্ব শক্তি প্রয়োগ করবে এতা আমরা জানি। কিন্তু আমরা আমাদের মত করে ভাবছি। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়েই উইন্ডিজকে হারিয়েছি। কালকের ম্যাচে সেটাও বিবেচনায় থাকবে।’ 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »