https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের সূচনাটা হয়েছে উড়ন্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাহাড় গড়ে জয়ের দেখাও পেয়েছে টাইগাররা। ছন্দপতনের শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই। আলাদা করে বলতে গেলে মুশফিকের সহজ রানআউট মিস করার কারণে সমালোচনায় পড়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও ছন্নছাড়া টাইগারদের সামনে এবার চ্যালেঞ্জ ক্যরিবিয়রা।
ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারনোর সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সোমবার টনটনে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচেই ফিরবে টাইগাররা এমনটাই প্রত্যাশা বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। পাশাপাশি সামাজিক মাধ্যমের সমালোচনা কানে না তুলতেও ক্রিকেটারদের প্রতি অনুরোধ জানান তিনি।
সোহানের ভাষ্য, ‘সামাজিক মাধ্যমে ক্রকেটারদের নিয়ে সমালোচনা হয়ে থাকে। সেটা যেকোনো প্লেয়ারের চোখে পড়লেই এর প্রভাব পড়তে পারে। তবে প্রফেশন খেলোয়ারদের এদিকে নজর না দেয়াই ভালো বলে আমি মনে করি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুশফিকের রান আউট মিস করা নিয়ে সোহান বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক ভাই যে সুযোগটি মিস করেছেন সেটা আসলে দশবার সুযোগ আসলে দশবারই আউট হবে। এটা কিছুই না। ভুল তো হতেই পারে। সবাই তো আর রোবট নয়।’
‘উইন্ডিজের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ দল। সে সাথে আমাদের যে সামর্থ্য আছে সেটা দিয়ে খেলচতে পারলে ভালো কিছুই হবে। টুর্নামেন্টেও ফিরতে পারব আমরা।’