উইন্ডিজের নতুন অধিনায়ক পোলার্ড

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

উইন্ডিজ দলের ওয়ানডে ও টি-২০ দলের নতুন অধিনায়ক করা হয়েছে অলয়াউন্ডার কাইরন পোলার্ডকে। একদিনের ফরম্যাটে ক্যারিবিয়ান দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে জেসন হোল্ডারকে। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০ দলের নেতৃত্ব থেকেও বাদ দেয়া হয়েছে কার্লোস ব্র্যাথওয়েটের নাম।

গত বিশ্বকাপে ক্যারিবিয়ানদের স্কোয়াডে ঠাই হয়নি কাইরন পোলার্ডের। ঠিক কি কারণে তাকে দলে নেয়া হয়নি সে ব্যাপারেও ছিল ধোঁয়াশা। পারফরম্যান্সের হিসেব করলে গত আইপিএলেও দুর্দান্ত ছিলেন তিনি। ব্যাট এবং বল দুই দিক থেকেই সামাল দিয়েছিলেন পোলার্ড। তবে এমন পারফরম্যান্সের পরও দলে জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন অনেক ক্রিকেট বোদ্ধারাই।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেট থেকে প্রায় তিন বছর ধরে জাতীয় দলের জার্সিতে নামতে পারছেন না পোলার্ড। এত লম্বা সময় পর দলে ফিরছেন সেই সাথে অধিনায়কের মত গুরুদায়িত্ব নিয়ে। পোলার্ডকে অধিনায়ক করার ব্যাপারে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের ছয়জন ডিরেক্টর ভোট দেন পোলার্ডের পক্ষে। বাকি ছয়জন ভোট দেয়া থেকে বিরত থাকলে অধিনায়ক হিসেবে মনোনয়ন পান তিনি।

উল্লেখ্য, ওয়ানডে ফরম্যাটে অনিয়মিত থাকলেও চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়কত্ব করছেন এই অলরাউন্ডার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »