নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট উইন্ডিজ (সিডব্লিউআই)। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলমান আইসিসি বিশ্বকাপে ডাক পেলেও সুবিধা করতে না পারায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আন্দ্রে রাসেল।
শুধু তাই নয়, ঘোষিত নতুন চুক্তিবদ্ধ তালিকায় এসেছে বেশ পরিবর্তন। এই নতুন চুক্তি তালিকার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত। প্রথমবারের মতো এই চুক্তিবদ্ধ তালিকায় এসেছেন ওশান থমাস ও নিকোলাস পুরান। আগের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ০৬ জন ক্রিকেটার।
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড তিন সংস্করণের জন্য আলাদা আলাদা তালিকা প্রকাশ করেছে। তিন সংস্করণের চুক্তিতেই জায়গা পাওয়া ক্রিকেটারের সংখ্যা ০৭ জন। তারা হলেন- জেসন হোল্ডার, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, আলজারি জোসেফ, কিমো পল ও কেমার রোচ।
আগের চুক্তির তালিকা থেকে বাদ পড়া ০৬ জন ক্রিকেটাররা হলেন- দেবেন্দ্র বিশু, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রেইমন রেইফার ও মিগুইল কামিন্স।
চুক্তিবদ্ধ ক্রিকেটার: জেসন হোল্ডার, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, আলজারি জোসেফ, কিমো পল, কেমার রোচ, ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, নিকোলাস পুরান, ওশান থমাস, জোমেল ওয়ারিকান, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, রভম্যান পাওয়েল, শেল্ডন কটরেল।