নিউজ ডেস্ক »
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সেরা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ ঘোষণা করেছে সম্প্রতি। মূলত কৈশোরে টেস্ট অভিষেকের পরে কারা ক্যারিয়ারে বেশি উন্নতি করেছে। বর্তমান যারা ক্রিকেট খেলছেন তাদের মধ্যে কেবল দুইজন আছেন এই দলে।
কৈশোরে অভিষেক হয়েছে যাদের এবং পরবর্তী ক্যারিয়ার জুড়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকেই এখানে জায়গা দেওয়া হয়েছে। এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে আরেকটা শর্ত ছিল যে এক দেশ থেকে দুইজনের বেশি নেওয়া যাবে না।
বাংলাদেশ থেকে রয়েছেন একজন। পরিশ্রমের ফল হিসেবে মুশফিকের নাম উঠেছে এই তালিকায়। মুশফিক দলে নেওয়ার ব্যাখ্যায় উইজডেন বলছে,”৩৩ বছর বয়সেও এখনো দুর্দান্ত খেলে যাওয়া মুশফিকুর রহিম ইতোমধ্যে তার দেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন। ক্ষুদ্রকায় মুশফিক একমাত্র উইকেটরক্ষ ব্যাটসম্যান হিসেবে দুইটি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন এবং বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার তালিকায় ৬০ শতাংশই তার দখলে।’’
মুশফিক ছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটার আছেন এই দলে৷ অধিনায়কত্বের দায়িত্বে রাখা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।
একনজরে উইজডেনের সেরা কিশোর (টিনএজ) একাদশ : নেইল হার্ভে, শচীন হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্স