উইকেট শিকা‌রের ‌সেরার দৌ‌ড়ে রানার সঙ্গী মুস্তা‌ফিজ

শোয়েব আক্তার »

বিপিএলের সপ্তম আস‌রে টুর্ণা‌মে‌ন্টের শুরু‌তেই নজর কেড়েছেন চট্টগ্রাম চ্যা‌লেঞ্জা‌র্সের মেহেদী হাসান রানা। প্লেয়ার ড্রাফটে দল না পে‌লেও টুর্নামেন্ট শুরুর দি‌কে তা‌কে দ‌লে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর রানা ই হ‌য়ে যান দ‌লের অধিনায়‌কের তুরুপের তাস। ফলস্বরুপ টুর্ণা‌মে‌ন্টের উইকেট শিকারীর তা‌লিকায় শী‌র্ষে ছি‌লেন তি‌নি।

ত‌বে, স‌র্বোচ্চ উইকেট শিকারীর তা‌লিকার শীর্ষ স্থা‌নে আর একা থাকা হ‌চ্ছে না এই তরুণ তু‌র্কির। জাতীয় দ‌লের তারকা বোলার মুস্তা‌ফিজুর রহমান ও উঠে এসে‌ছেন তা‌লিকার শী‌র্ষে।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে আজ দুই উইকেট নি‌য়ে মেহেদী হাসান রানার সঙ্গে যৌথভা‌বে সর্বোচ্চ ১৪ উইকেটের মা‌লিক এখন কাটার মাস্টার।

বি‌পিএ‌লে’র সি‌লেট প‌র্বের প্রথম ম্যা‌চে রাজশাহী রয়্যাল‌সের বিপ‌ক্ষে ৪ ওভার বল ক‌রে ৪১ রা‌নের বি‌নিম‌য়ে ২টি উইকেট লাভ ক‌রেন তি‌নি। প্রথম ৩ ওভা‌রে মাত্র ১৯ রান দি‌য়ে লিটন দাস ও শো‌য়েব মা‌লি‌কের উইকেট তু‌লে নেন তি‌নি।

ত‌বে, শেষ ওভা‌রে ২২ রান হজম কর‌তে হয় তাঁ‌কে। র‌বি বে‌াপারার ব্যা‌টিং ঝড়ে মুস্তা‌ফি‌জের বো‌লিং লাইন এলো‌মে‌লো হ‌য়ে যায়। বিমার ক‌রে নো-বল ও ক‌রে ব‌সেন তি‌নি। ফ্রি হিট ব‌লে আবারও ফুলটস দি‌য়ে চার হজম কর‌তে হয় তাঁ‌কে। ফ‌লে মে‌হে‌দি হাসান রানা কে ছা‌ড়ি‌য়ে যাওয়ার সু‌যোগ থাক‌লেও তা কা‌জে লাগা‌তে পা‌রেন নি মুস্তা‌ফিজ।

এর আগে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২ টি উইকেট পেলেও মুস্তা‌ফিজ রান দি‌য়ে‌ছি‌লেন ৩৭! পরের ম্যাচে ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩.২ ওভার বল ক‌রে ২১ রান দিয়ে ছি‌লেন উইকেট শূণ্য।

কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দ্বিতীয় ম্যা‌চে ৪ ওভার বল করে দিয়েছিলেন ৩৫ রান, পেয়েছিলেন শুধুমাত্র সাব্বির রহমানের উইকেট টি। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে বল করেছিলেন ২ ওভার। তাতে ১৮ রান দিয়ে পেয়েছিলেন ১টি উইকেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফির‌তি ম্যাচে জয়ের মুখ দেখে রংপুর রেঞ্জার্স। সেখানে ৪ ওভার বল ক‌রে ১ মে‌ডেন সহ মাত্র ২৩ রান দিয়ে নি‌য়ে‌ছি‌লেন দুই উইকেট । খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভালো বল ক‌রে‌ছি‌লেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৮ রান খরচে পেয়েছিলেন ৩ উইকেট।

ত‌বে, টুর্ণা‌মে‌ন্টে সব‌চে‌য়ে বিধ্বংসী বো‌লিং ক‌রেন সি‌লেট থান্ডা‌রের বিপ‌ক্ষে। ওই দিন ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। জিতে‌ছি‌লেন ম্যাচ সেরার পুরুষ্কার ও। এছাড়া রাজশাহী রয়্যালসের বিপক্ষে গত ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে ১ মেডেন সহ মাত্র ১৬ রান দেন দ্যা ফিজ।

এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তা‌লিকা:

১.মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)-১৪ টি

২.মুস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)-১৪ টি

৩.শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স)-১২ টি

৪.সৌম্য সরকার (কুমিল্লা ওয়ারিয়র্স)-১১ টি

৫.লুইস গ্রেগরি (রংপুর রেঞ্জার্স)-১১ টি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »