উইকেটই পিছিয়ে দিচ্ছে পেসারদের: মোহাম্মদ শরীফ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশের ক্রিকেটে ঘরোয়া লিগের উইকেট গুলো বরাবরই ব্যাটিং সহায়ক কিংবা স্পিন সহায়ক হয়ে থাকে। এতে পেসাররা উইকেট থেকে ঠিক মতো ফায়দা নিতে পারছেন না। ফলে পেসাররা বড্ড পিছিয়ে পড়ছে। গত মৌসুমে এনসিএলের পেসারদের পারফরম্যান্সেই তা স্পষ্ট। গেলো বারের এনসিএলে বোলাররা ২২ বার ৫ উইকেট তুলতে সক্ষম হয়েছিলো, যার মধ্যে পেসাররা ৫ উইকেট পেয়েছিলো মাত্র ৯ বার। এতে পরিষ্কার যে, আমাদের পেসাররা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে।

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আর এ লিগে স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ দিয়েছেন ঘরোয়া লিগের নিয়মিত পেসার মোহাম্মদ শরীফ। স্পোর্টিং উইকেট নিরেপক্ষ থাকে। ফলে পেসাররা এমন উইকেট থেকে সুবিধা পায় বলে জানান তিনি।

শরীফের ভাষ্যমতে, ‘সব ব্যাটসম্যানই প্রতিনিয়ত বড় ইনিংস খেলতে চায়। আপনি যদি ঘরোয়া লিগের দিকে তাকান, এখানে হরহামেশাই ১০০-২০০ রান হচ্ছে। অবিজ্ঞ ব্যাটসম্যান থেকে শুরু করে তরুণ ব্যাটসম্যান সবাই এখানে রান পায়। আর আমরা যারা পেসাররা আছি তাদের কথা বলতে গেলে, আমরা মূলত আগের মতো উইকেট পাচ্ছি না। ফলে আমরা পিছিয়ে পড়ছি। আর ব্যাটসম্যানরা নিয়মিত রান পাচ্ছে। কারণ উইকেটটা যে তাদের মতো করেই কথা বলছে। তাই আমি চাই, এবারের জাতীয় লিগে স্পোর্টিং উইকেট বানানো হোক। এতে ব্যাটসম্যান হোক বা বোলার সবাই সুবিধা ভোগ করতে পারবে।’

পেস বোলারদের উন্নতির জন্যই মূলত মোহাম্মদ শরীফের এমন উইকেট চাওয়া। স্পোর্টিং উইকেট বানানো হলে, আমাদের দেশেও বিশ্বমানের পেসার তৈরি হবে বলে জানান ঘরোয়া লিগের নিয়মিত এ পারফর্মার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »