ইয়াসির আলীর লক্ষ্য এনসিএলের দ্বিতীয় রাউন্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটে এক তরুণ প্রতিভাবান ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী। জাতীয় দলে ফিরতে মরিয়া হয়ে বসে আছেন তিনি। ২০১৯ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে ইয়াসির আলী নামটি সবার কাছে আসে। সর্বশেষ পর্যন্ত বিশ্বকাপের ১৫ স্বপ্নসারথীর একজন না হতে পারলে ও টাইগারদের বিশ্বকাপ মিশনের আগের সিরিজে দলে ডাক পান তিনি। বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডে ওয়ানডে ট্রাই-নেশন সিরিজে অংশ নেয় টাইগাররা। দলে ডাক পেলে ও একাদশে জায়গা হয়নি ইয়াসির আলীর। এনসিএলের ২১ তম আসরের প্রথম রাউন্ড খেলা হয় নি তার। কারণ- বিপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন তিনি।

জাতীয় লীগ ‘এনসিএল’ খেলতে হলে বিসিবির দেওয়া মানদন্ড বিপ টেস্টে ১১ পেরোতে হবে, তবে তা পারেনি ইয়াসির আলী। প্রথম বারে ব্যর্থ হয়ে দ্বিতীয় বারের দেওয়া বিপ টেস্টে পেয়েছিলেন ১০.৮ পয়েন্ট। যার ফলে পেরোতে পারেন নি বিসিবির বিপ টেস্টের মানদন্ড, যার ফলে খেলা হয় নি এনসিএলের প্রথম রাউন্ড। তাই দ্বিতীয় রাউন্ড দিয়ে স্বরুপে এনসিএলে ফিরতে মরিয়া হয়ে বসে আছেন তিনি।

ইয়াসির আলী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, ‘পরিশ্রম করেছি আগে থেকে, তবে ভাগ্য সহায় হয় নি যার ফলে বিপ টেস্টের মানদন্ড পেরোতে পারে নি, তবে আশাবাদী দ্বিতীয় রাউন্ড থেকে খেলতে পারবো’। তবে তিনি অসন্তুষ্ট নেন বিসিবির দেওয়া মানদন্ডে। তিনি আরো জানান, ‘প্রতিটি ক্রিকেটারের জন্য এটি সফল দিক হবে, ফিটনেসের দিকে নজর দিবে’।

১৪ই অক্টোবর বিপ টেস্ট দিবেন ইয়াসির আলী। তার ফলাফলের উপর নির্ভর করবে দ্বিতীয় রাউন্ড। বিপ টেস্টে উত্তীর্ণ হতে পারলে মমিনুলের নেতৃত্বে চট্টগ্রামের হয়ে খেলবেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »