নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে ইতিমধ্যে লন্ডন পৌছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিগত ১৫ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে আকবর আলি’র দল।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে ভারতের বিপক্ষে চারটি এবং স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সমান সংখ্যক ম্যাচ খেলবে টাইগার যুবারা। আর এই সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট সাসেক্সে।
তবে এই সিরিজের মূল লড়াইয়ে মাঠে নামার আগে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (১৮ জুলাই) ইসিবি পারফরম্যান্স সেন্টারে গা গরমের ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ ইয়ং লায়ন্স আমন্ত্রিত একাদশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ, শরিফুল ইসলাম, মোহাম্মদ পারভেজ হোসাইন, শামিম হোসাইন, শাহাদাত হোসাইন, রাকিবুল হাসান, রিশাদ হোসাইন, মৃতুঞ্জয় চৌধুরি, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম।
ত্রিদেশীয় সিরিজে যুবা টাইগারদের ম্যাচ সিডিউল:
২২ জুলাই: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, নিউ রোড, ওরচেস্টার।
২৪ জুলাই: বাংলাদেশ বনাম ভারত, নিউ রোড, ওরচেস্টার।
২৭ জুলাই: বাংলাদেশ বনাম ভারত, চেলতেনহাম, গ্লুচেস্টারশায়ার।
২৮ জুলাই: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, চেলতেনহাম, গ্লুচেস্টারশায়ার।
৩০ জুলাই: বাংলাদেশ বনাম ভারত, এসেক্স।
০১ আগস্ট: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, এসেক্স।
০৫ আগস্ট: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, বেকেনহাম, লন্ডন।
০৭ আগস্ট: বাংলাদেশ বনাম ভারত, বেকেনহাম, লন্ডন।
১১ আগস্ট: ফাইনাল, হোভ, সাসেক্স।