নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় লীগ ‘এনসিএল’ এর তৃতীয় রাউন্ডে সিলেট বনাম চট্টগ্রামের ম্যাচটি আজ অনুষ্ঠিত হয়। প্রথম দু ‘দিন বৃষ্টিতে ভিজে যায় তাদের, তবে আজ তৃতীয় দিনে মাঠে নামার সুযোগ হয়েছে দু’দলের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম।
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পরও ১৬৩ রানে অলআউট হয়ে যায় সিলেট। উদ্বোধনী জুটিতে তৌফিক খান ও ইমতিয়াজ হোসেন ৫২ রানের জুটি গড়েন। তিন উইকেট হারিয়ে ১০০ রান স্কোরকার্ডে জমা করার পর ছিন্নভিন্ন হয়ে যায় সিলেটের ব্যাটিং লাইনআপ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন অধিনায়ক অলক কাপালি।
চট্টগ্রামের তরুণ পেসার ইফরান হোসেন অগ্নিঝড়া বোলিং করেন। ১৩.২ ওভারে ২ মেডেনসহ ৫৭ রান দিয়ে নেন ৬টি উইকেট। এবারের আসরে এটিই তার প্রথম ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তিনি।৷ তাছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই বেস্ট বোলিং ফিগার তার। তাছাড়া হাসান মাহমুদ নেন ৩টি উইকেট। এখন ব্যাট করছে চট্টগ্রাম।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৬ রান। ব্যাট করছেন সাদিকুর রহমান ৩৫* ও পিনাক ঘোষ ৩৮* রানে।