ইমার্জিং কাপে বাংলাদেশের দাপুটে তৃতীয় জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইমার্জিং এশিয়া কাপে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। হংকং ভারতের পর আজ নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ যুবারা। সুমন মিনহাজুলের বোলিংয়ের পর ব্যাট হাতে নাঈম শান্ত’র ব্যাটে নেপালের সাথে সহজ জয় তুলে নেয় টাইগাররা। তাদের হারিয়েছে আজ ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

আজ ইমার্জিং কাপের ১২তম ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। দু দলের জন্য এটি তৃতীয় ম্যাচ ছিলো। যেখানে প্রথম দু ম্যাচে বাংলাদেশের দুই ও নেপালের এক জয়। বিকেএসপিতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাঠায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় নেপাল। ওপেনার কুশাল’কে ১০ রানে ফেরান পেসার সুমন খান। তার পর দলীয় ৩৪ ও ৩৫ রানে ফেরেন যথাক্রমে মালা (২২) ও শাহরাদ (১)। কেউ আর ঘুরে দাড়াতে পারেনি, এক এক করে উইকেট হারাতে থাকে। ৪৪.৩ ওভারে অলআউট হয়ে মাএ ১৩৮ রান সংগ্রহ করে নেপাল। তাদের সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন সুমন খান ও মিনহাজুল আবেদিন। তাছাড়া দুটি করে তানভীর ইসলাম ও মেহেদি হাসান।

জবাবে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন সৌম্য সরকার ও নাঈম শেখ। শুরুটা ভালো হয়নি দু ম্যাচে রান করা সৌম্য সরকারের। আজ ফিরে গেছেন দলীয় ৩৪ রানে, ১ ছয়ে ১১ রান করে। প্রথম দু ম্যাচে (৮৪+৭৩) যেখান ৫০+ রান করেছিলেন সৌম্য। তবে আজ ব্যর্থ হয়েছেন এ ওপেনার। অপর ওপেনার নাঈম শেখ খেলেন ৪৫ রানের ইনিংস।

৫৬ বলে ৬ চারে ৪৫ রানের ইনিংস খেলে আউট হয়ে ফিরেন নাঈম। তবে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শান্ত। তিনি খেলেন ৫৬ বলে ৬ চারে ও ২ ছয়ে অপরাজিত ৫৯ রানের ইনিংস। ফলে বাংলাদেশ ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে জয়ের প্রান্তে পৌঁছে যায়।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-

নেপাল-১৩৮/১০(৪৪.৩), মালা ২২, সুমন খান ২৯/৩, মিনহাজুল আবেদিন ২৯/৩।

বাংলাদেশ- ১৪০/২(২৪.০০), শান্ত ৫৯*, নাঈম শেখ ৪৫।

ফলাফল বাংলাদেশ ০৮ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »