ইমার্জিং কাপে বাংলাদেশকে এগিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ (১৪ নভেম্বর) থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। গত মঙ্গলবার আট দলের অধিনায়ক টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন কালে টুর্নামেন্টে বাংলাদেশকে এগিয়ে রাখলেন ভারতের অধিনায়ক রাভি শরথ।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এ আসরে স্বাগতিক বাংলাদেশ সবার থেকে এগিয়ে। কেননা তাদের মাটিতে খেলা, তাছাড়া তাদের কন্ডিশনে তারাই সেরা।’ তবে ভারতের অধিনায়ক আরো বলেন যে প্রতিটি দলই চ্যালেঞ্জিং।

বাংলাদেশ ইমার্জিং দলঃ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি, ইয়াসির আলী, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া ও মাহাদি হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »