নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শুরুতেই শেষ। ইমার্জিং কাপের প্রথম ম্যাচেই হাতের ইনজুরিতে পড়ায় আমিনুল ইসলাম বিপ্লবের আর খেলা হচ্ছে না এশিয়া কাপ।
বৃহঃস্পতিবার বিকেএসপিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম হংকং। ম্যাচটির ১৯তম ওভারে নিজের করা বলে শট ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান বিপ্লব। পরে তাঁর হাতে দুইটি সেলাই দেওয়া হয়। ইনজুরিতে পড়ায় তাঁর আর খেলা হচ্ছে না ইমার্জিং এশিয়া কাপের বাকি ম্যাচগুলো।
তাঁর ইনজুরি নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ ত্রিদেশীয় টি-২০ সিরিজে যে ধরণের ইনজুরিতে পড়েছিল এবারও একই ধরণের ইনজুরিতে পড়েছে। তবে এবার ডানহাতে। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা বলতে পারছি না। আশা করছি আগামি মাসে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসে ওকে পাওয়া যাবে’।
দুই মাস আগেও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ ছিলেন না বিপ্লব। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়েছিল আকস্মিকভাবে। তিনি ছিলেন পুরো দস্তুর একজন ব্যাটসম্যান। তবে অভিষিক্ত হন বিশেষজ্ঞ লেগস্পিনার হিসেবে। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মত ইনজুরিতে পড়লেন।