ইমার্জিং এশিয়া কাপে সৌম্য সহ জাতীয় দলের চার ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশে বসতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। তবে এখন শুনা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপে ফিরছে জাতীয় দলের চার ক্রিকেটার। তারা হলেন- সৌম্য সরকার, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ও নাইম শেখ।

জাতীয় দলের এ চার ক্রিকেটার এখন ভারতে ব্যস্ত সময় পার করছেন। তারা ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড রয়েছে। তবে তারা ভারতের বিপক্ষে টেস্ট দলে নেই। যার ফলে তাদের নিয়েই দল সাজাতে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শেষ শেষ ম্যাচে আজ (রবিবার) নাগপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইমার্জিং এশিয়া কাপকে সামনে রেখে হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের নিয়ে টানা অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ চম্পকা রমানায়েকে। তবে নেই জাতীয় দলের চার ক্রিকেটার। তিনি জানান, ‘সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়েই ইমার্জিং এশিয়া কাপের দল সাজানো হয়েছে। জাতীয় দলের সাথে থাকা চার ক্রিকেটার ঢাকায় দলের সাথে যোগ দেবেন।’

চম্পকা বলেন, ‘আমরা এবার বেশ ভালো একটা দল পেয়েছি। ক্রিকেটাররা এখন বেশ ভালো করছে। ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার মাঠেই ওদের ‘এ’ দলের বিপক্ষেই জিতে এসেছে ইমার্জিং দলের বেশিরভাগ ক্রিকেটার। তাদের বর্তমান ফিটনেসও বেশ ভালো।’ টি-টোয়েন্টি সিরিজ শেষে দলের সাথে যোগ দিবে সৌম্য রনিরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »