ইমার্জিং এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক »

শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারত ‘এ’ দলের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। এছাড়া প্রথম সেমিফাইনালে সকাল সাড়ে দশটায় পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হার দিয়ে টু্র্নামেন্ট শুরু করে বাংলাদেশ। কিন্তু পরের দুটো ম্যাচে ওমান ও আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ২য় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে সাইফ হাসানের দল।

অন্যদিকে, ভারতের মাঝারি মানের দল হলেও তাদের ব্যাট আর বলের দারুণ নৈপুণ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের তিনটাতেই জয় ভারতের।

ফাইনালে যাওয়ার সমীকরণে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। অনভিজ্ঞ ভারতীয় একাদশের বিপক্ষে নিজেদের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে সৌম্য, মাহেদীদের। ইমার্জিং এশিয়া কাপের এই আসরে শিরোপা জয়ের লক্ষ্যেই দেশ ছেড়েছিলেন সাইফ হাসানরা। এবার দেখা যাবে ভারত জুজু কাটিয়ে উঠতে পারেন কিনা নাঈম – জয়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »