ইমরুলের হাত ধরে এবারের এনসিএলের প্রথম দ্বিশতক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘদিন পর বাইশ গজে ফিরে নিজের প্রত্যাবর্তনটা দারুণ এক দ্বিশতক দিয়ে স্মরণীয় করে রাখলেন ইমরুল কায়েস সাগর। চলমান এনসিলে প্রথম দ্বিশতক হাকিয়েছেন ইমরুল। চলমান জাতীয় লিগের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ওপেনার। ১৯ টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারিতে নিজের এই ইনিংস সাজান ইমরুল।

উল্লেখ্য, প্রথম ইনিংসে রংপুর বিভাগের ২২৭ রানের জবাবে ব্যাট করতে নামে ইমরুলের খুলনা। খুলনার দুই ওপেনারের দারুণ শুরুতে উদ্বোধনী জুটিতে
আসে ১৩৬ রান। দুই ওপেনারের বিদায়ের পর জাতীয় দলের সতির্থ সৌম্য সরকারকে এর সাথে ৬৩ রানের দারুণ এক জুটি করে দলকে ভালই সঙ্গ দিয়ে আসছিলেন ইমরুল। কিন্তু সৌম্যের বিদায়ের পর মিডেল অর্ডারের অন্য ব্যাটসম্যানরা ইমরুলকে বলার মতো তেমন সঙ্গ দিতে না পারলেও একপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন এই ওপেনার।

১০৫ বলে প্রথমে অর্ধশতক তুলে নেওয়ার পর ১৮৩ বলে তুলে নেন ব্যক্তিগত শতক। এরপর কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়ে তুলে নেন সার্ধশত। অবশেষে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের সঙ্গ নিয়ে তুলে নিয়েছেন নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

ইমরুলের ডাবল সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করেছে খুলনা। ২০২* রানের হার না মানা ইনিংস খেলে মাথা উঁচিয়ে মাঠ ছেড়েছেন ইমরুল। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে খুলনা বিভাগ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »