নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারে এনসিএলের ২১ তম আসরে রাব্বি,সানি, সুমনরা ৫ উইকেটের দেখা পেলেও শতকের দেখা পায়নি কোন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৮৮ রান এসেছিলো তাইবুর রহমানের ব্যাট থেকে আর ৭৫ রান এসেছিলো মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তবে সে আক্ষেপ এসে ঘুচিয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ দিনে এসে। ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে এবারের এনসিএলের প্রথম শতক।
খুলনায় প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে রংপুরের করা ২২৭ রানের বিপক্ষে প্রথম ইনিংসে দারুন শুরু করে খুলনার ব্যাটসম্যানরা। গতকাল ২৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করে ইমরুল কায়েস। সকাল থেকে রংপুরের বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। সবাই আসা যাওয়া মিছিলে থাকলেও অন্য প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন ইমরুল।
এবারের এনসিএলের ২১ তম আসরের প্রথম রাউন্ডকো সেঞ্চুরির স্বাদ দিলেন ইমরুল। নাসির হোসেনকে চার মেরে ১৮৩ বলে শতক পূরণ করেন ইমরুল কায়েস। যেখানে চারের মার ছিলো ১০ টি ছিলো না কোন ছয়ের মার। এই প্রতিবেদন লেখার সময় ইমরুল কায়েস ১ ছয় ও ১১ চারের সাহায্যে ১৯৯ বলে ১১৩ রান করে অপরাজিত আছেন।