ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেটিংয়ের প্রচারণার অনুমতি আইসিসির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেটিং কোম্পানিগুলোর প্রচারণা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে বড় বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লক্ষ্য করা যায় বিভিন্ন দলগুলোর জার্সিতে বেটিং কোম্পানির লোগো। আর এসব বেটিং কোম্পানির প্রচারণায় এখন দেখা যাবে সাবেক হওয়া অনেক ক্রিকেটারদেরও। কাইরন পোলার্ড, ব্রেন্ডন ম্যাককালামদের রীতিমত সমালোচনার ঝড় উঠেছিলো এসব কোম্পানির প্রচারণায় অংশ নেওয়ায়। কিন্তু সব ছাপিয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটেও চলবে বেটিং কোম্পানির প্রচারণা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে জাতীয় দলের জার্সিতে বেটিং কোম্পানির লোগে ব্যবহারের অনুমতি দিয়েছে।

ক্রিকেটের দুই অভিজাত ফরম্যাট টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জার্সিতে বেটিং কোম্পানির নাম বা লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়া দেশগুলো। তবে আইসিসি টু্র্নামেন্টে সেটা রাখা যাবে না। ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইম এমনই এক খবর প্রকাশ করেছে।

গত নভেম্বরে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব উঠেছিলো আইসিসির বার্ষিক সভায়। অবশেষে সে প্রস্তাব গ্রহণযোগ্যতা লাভ করেছে। আইসিসির প্রধান নির্বাহী বিধি – নিষেধ তুলে দেওয়ায় এপ্রিল থেকেই এটি কার্যকর হতে যাচ্ছে।

এদিকে এমন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় লাভবান হবে অনেক দেশেরই ক্রিকেট বোর্ড। মোটা অঙ্কের বিনিময়ে বিভিন্ন বেটিং কোম্পানির লোগো জার্সিতে ব্যবহার করতে পারবে। তবে ভিন্ন কেবল ইংল্যান্ড। বাকি সব দেশ রাজি হলেও ইংলিশ বোর্ড বলছে তাদের জার্সিতে তারা কোন বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »