নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্দোর টেস্টের মত ইডেন টেস্টেও ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ২য় দিন শেষে এখনো বাংলাদেশ পিছিয়ে আছে ৮৯ রানে, হাতে আছে মাত্র ৪ উইকেট৷
এর আগে প্রথম দিনের ১৭০ রানে ৩ উইকেট থেকে খেলা শুরু করে স্বাগতিক ভারত। বাংলাদেশের পেসারদের লেন্থ আর সুইংয়ে কিছুটা বিপাকে পড়তে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের৷ তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই শতক তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শেষ পর্যন্ত চা বিরতির কিছু সময় আগে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ র রানে ইনিংস ঘোষণা করে ভারত৷ জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে আগে আরো দুর্বিষহ অবস্থায় পড়ে বাংলাদেশ। স্কোর বোর্ডে মাত্র ১৩ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। সাদমান আর মুমিনুল রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ইশান্তের শিকার হয়ে।
একটা সময় মনে হয়েছিলো ২য় দিনেই শেষ হবে ঐতিহাসিক ইডেন টেস্ট। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ঠিক এমন কিছুরই আভাস দিচ্ছিলো। কিন্তু তখনই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ ভালো এক পার্টনারশিপ গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যান। দলীয় ৮২ রানে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় রিয়াদকে।
ইনজুরি আক্রান্ত রিয়াদ ফিরে গেলে আবারো বাংলাদেশকে চেপে ধরেন ইশান্ত-শামীরা। সাত নম্বরে লিটন দাসের বদলি হিসেবে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ ইশান্তদের বল মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। একবার জীবন পেলেও ব্যক্তিগত ১৫ রানে ইশান্তদের বলে কোহলির হাতে স্লীপে ক্যাচ গিয়ে ফেরেন মিরাজও।
মিরাজের বিদায়ের পরে নাঈম হাসানের বদলি হিসেবে ব্যাট করতে আসেন তাইজুল ইসলাম। বেশ দেখেশুনেই খেলছিলেন তাইজুল কিন্তু দিনের শেষ ওভারে উমেশ যাদবের বলে রাহানের হাতে ক্যাচ গিয়ে আউন হোন তিনি। তাইজুলের আউটের পরেই ২য় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়।
ঐতিহাসিক ইডেন টেস্টে ইনিংস ব্যবধানের হার এড়ানোটাই এখন বাংলাদেশের কাছে বড় চ্যালেঞ্জ। তবে একটু হলেও আশার কথা এখনো ক্রিজে আছেন মুশফিকুর রহীম। ব্যক্তিগত ৫৯ রান করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন মুশি। রিয়াদ কাল ব্যাট করতে পারলে হয়তো ভক্তরা মুশি-রিয়াদের ব্যাটে ইনিংস হার এড়ানোর স্বপ্ন দেখতে পারেন। তবে রিয়াদ কাল ব্যাট করতে পারবেন কি না এ ব্যাপারে কিছু জানা যায় নি। কেবল জানা গেছে ফিজিও এর বিশেষ পর্যবেক্ষণে আছেন তিনি।
স্কোরঃ
বাংলাদেশ ২য় ইনিংস ১৫২/৬ (মুশফিক ৫৯*, রিয়াদ ৩৯, মিরাজ ১৫; ইশান্ত ৩৯/৪)
ভারত ১ম ইনিংস ৩৪৭/৯ (কোহলি ১৩৬, পূজারা ৫৫, রাহানে ৫১ ; এবাদত ৯১/৩, আলআমিন ৮৫/৩)