ইনিংস ঘোষণা করলো আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে আফগানিস্তানের সাথে বিসিবি একাদশ দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে। যেখানে ৯ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান।

গতকাল ১ম দিনে ৬ উইকেটের বিনিময়ে ২৪২ রান করে দিন শেষ করে আফগানিস্তান। আজ দিনের শুরুতে রশিদ খানের উইকেটে দিয়ে যাওয়া শুরু করে। আফগানদের ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার ইহসানউল্লাহ আর অপর‌ ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে এসেছে ৫২ রান। প্রথম দিন থেকে আজ আরো ৪৭ রান যোগ করে।

বিসিবি একাদশের হয়ে দুইজন বোলার পুরো ম্যাচজুড়ে সাফল্য পেয়েছেন। তারা হলেন: আল‌ আমিন জুনিয়র ও সুমন। আর আমিন জুনিয়র নেন ৪টি উইকেট এবং সুমন খান নেন ৩টি উইকেট।

এই মূহুর্তে বিসিবি একাদশ ব্যাটিংয়ে নেমেছে। শেষ খবর পাওয়া অবধি বিসিবি একাদশের স্কোর ২ উইকেটের বিনিময়ে ২৭ রান ১২ ওভারে শেষে। আফগানদের হয়ে দুইটি উইকেট নিয়েছেন রশিদ খান ও শাপুর জাদরান। আউট হয়েছেন আনামুল হক বিজয় ও সাব্বির হোসাইন। আনামুল হক বিজয় করেন: ১৯ রান এবং সাব্বির হোসাইন করেন: ৪ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »