https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতীয় ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশিবার উচ্চারিত নামটা শিখর ধাওয়ান। শুরুর দিকে রোহিত শর্মার সাথে জুটি বেধে দ্রুত রান তুলতে ওস্তাদ ধাওয়ান। ফলে বিশ্বকাপে তার উপরেই থাকছে টিম ইন্ডিয়ার ব্যাটিং ভরসা। অন্যদিকে রোহিত কিংবা কাপ্তান কোহলিরা তো আছেনই।
এদিকে বিশ্বকাপের আগে আগামীকাল (২৫ মে) নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচে মাঠে নামার কথা রয়েছে ভারতের। মাঠে নামার আগে নেটে প্র্যাকটিস করার সময় চোট পেয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেয়ার সময় একটি বল আঘাত হানে ধাওয়ানের হেলমেটে। ফলে মুখে কিছুটা আঘাত পান তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে ধাওয়ানের ইনজুরি গুরুতর নয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার মাঠে নামা প্রায় অনিশ্চিত।