ইনজুরিতে সাকিব, আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক »

বিশ্বকাপ শুরুর আগেই টাইগার শিবিরে বড় ধাক্কা। ইনজুরির কারণে আজ প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না সাকিব। এমনকি আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

জানা যায়, গোয়াহাটিতে প্রথম দিনের অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান বাংলাদেশ কাপ্তান। সজোরে ব্যথা পাওয়ায় তার পা ফুলে গিয়েছে। আর এজন্য সাকিবকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। মিস করবেন বাংলাদেশের দুটো প্রস্তুতি ম্যাচই। এমনকি পুরোপুরি ব্যথা না কমলে আফগানিস্তানের বিপক্ষে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশের।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে সাকিব না থাকলেও বিশ্রামে আছেন তার ডেপুটি নাজমুল হোসেন শান্তও। অধিনায়কত্ব করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে প্রস্তুতি ম্যাচের নিয়ম অনুযায়ী যেকোনো সময় শান্ত, শরীফুল, মুস্তাফিজরা মাঠে নামতে পারবেন।

বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের লড়াই শুরু হবে ৭ অক্টোবর থেকে গোয়াহাটিতে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »