ইনজুরিতে রাসেল, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আগামীকাল (১৭ জুন) উইন্ডিজের বিপক্ষে টনটনে মাঠে নামছে বাংলাদেশ দল। ইতোমধ্যে দুই দলই নিজেদের প্র্যাকটিস সেশনে ঝালিয়ে নিয়েছেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং। প্র্যাকটিস সেশনে বাংলাদেশ দলে দুঃসংবাদ হয়ে এসেছিলো মুশফিকুর রহিমের ইনজুরি। যদিও মুশির ইনজুরি খুব বেশি গুরুতর নয় তারপরেও হ্যান্ড টিস্যুতে কিছুটা ব্যথা থাকায় বিপাকে রয়েছে টাইগাররা।

অন্যদিকে ক্যরিবিয়ান শিবিরেও রয়েছে চোট। যাকে নিয়ে বাংলাদেশ দলের কোচ সবচেয়ে বেশি ভয়ে ছিলেন সেই আন্দ্রে রাসেল পড়েছেন ইনজুরিতে। হাঁটুর ব্যথায় আজ মাঠে অনুশীলনে দেখা যায়নি তাকে। নিজের দিনে রাসেল যেকোনো দলের বোলারদের উপর চড়াও হলে শেষ রক্ষা করা যে কতটা কঠিন তা আর বলার অপেক্ষা রাখে না।

রাসেলের ইনজুরি তাই বাংলাদেশ শিবিরে বয়ে আনতে পারে স্বস্তির হাওয়া। শেষ পর্যন্ত যদি রাসেল মাঠে না নামতে পারেন তাহলে ক্যরিবিয়ানদের ব্যাটিং লাইনআপের শক্তি যে কমবে কিছুটা তা বলাই যায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »