ইনজুরিতে মোসাদ্দেক-সাইফউদ্দিন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপে সবচেয়ে সফল বোলার হিসেবে রয়েছেন সাইফউদ্দিন। পাঁচ ম্যাচ শেষে সাইফউদ্দিনের নামের পাশে রয়েছে ৯টি উইকেট। তবে আগামীকাল (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারছেন না সাইফ।

পিঠের পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে উঠেছে আবার সাইফউদ্দিনের। ফলে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় বুধবার দলের সাথে অনুশীলনেই আসেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না পারেন তিনি তাহলে একাদশে আসতে পারেন পেসার রুবেল হুসেন।

অন্যদিকে দলের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন উইন্ডিজের বিপক্ষে ম্যাচে পেয়েছেন কাঁধে চোট। ফলে শঙ্কা রয়েছে তাকে নিয়েও। এখানেই শেষ নয় ইনজুরি আরও গুরুতর রূপ ধারন করেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। মাশরাফি অবশ্য চোট নিয়েই মাঠে নামবেন বলে জান গেছে। তবে সাইফউদ্দিনের চোট হয়তো ভোগাতে পারে বাংলাদেশ দলের বোলিং আক্রমণকে।

মোসাদ্দেকের বদলি ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা করে নিতে পারেন হার্ডহিটার সাব্বির রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »