নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট যেন স্পিনারদের এক আতুরাশ্রম যেখানে নাইম হাসান এক তরুণ স্পিন প্রতিনিধি। দেশে অসংখ্য স্পিনারদের মাঝেই নিজেকে প্রমাণ করে এই তরুণ বয়সেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে । ২০১৮ সালে নিজের জন্মস্থান চট্টগ্রামের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় নাইম হাসানের৷ জাতীয় দলে জায়গা পেয়ে অভিষেক টেস্টে করেন বাজিমাত। অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সে গড়েন ৫ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড তারপর থেকে দলের নিয়মিত স্কোয়াডের একজন তিনি।
গত মাসে শ্রীলংকা ইমার্জির দলের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্টে একাই ৭ উইকেট নিয়ে গুড়িয়ে দেন তাদের। তাই আফগানদের বিরুদ্ধে টেস্টে নাইমের উপর নির্বাচক কিংবা ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাটাও ছিলো বেশি। নবাগত আফগানদের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হারে বাংলাদেশ হারের তিক্ততা ভুলতে না ভুলতেই যেন আরও এক দুঃসংবাদ পেলেন নাইম হাসান। আফগানিস্তানের সাথে প্রথম দিনে মমিনুল হকের এক থ্রো তে হাতের আঙ্গুলে আঘাত পান নাইম। পরে সেদিনের খেলা শেষে তার আঙ্গুলের এক্স- রে করা হলে এক্স- রে ধরা পড়ে যে তার আঙ্গুলের হাড় আলাদা হয়ে গেছে।
পরে খেলা চালিয়ে যাওয়ার জন্য টেপ আর ইনজেকশন ব্যবহার করে বাকি দিন গুলো খেলেন। আফগানদের সাথে দুই ইনিংস মিলিয়ে ৩০ ওভার বল করে ১০৪ রান দিয়ে ২ মেইডেনসহ নেন ৪ উইকেট। এক্স- রে রিপোর্টে বলা হয় হয়তো তিন সপ্তাহের মত তাকে থাকতে হবে খেলার বাহিরে যেখানে মিস হওয়ার আশংকা করা হচ্ছে অক্টোবরে শুরু হওয়া জাতীয় লীগের প্রথম এক কিংবা দুই রাউন্ডের খেলা। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়াশীপের শুরুর আগে নিজেকে খেলায় ফেরানোটা খুবই জরুরী।