ইনজুরিতে দলের বাইরে ব্রাভো

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের সফলতা বয়ে আনার অন্যতম সদস্য ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ব্যাট কিংবা বল দুই দিক থেকেই দলকে শতভাগ সার্ভিস দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা হয়ে এসেছে ডোয়াইন ব্রাভোর ইনজুরি।

গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং টিয়ারের ইনজুরিতে ব্রাভো ছিটকে গেছেন আইপিএল থেকে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে।

চেন্নাইর কোচ মাইক হাসি জানান, ‘এটি দলের জন্য অস্বস্তিকর বিষয় হতে যাচ্ছে। তবে আমি নিশ্চিত, তাকে ছাড়াও আমরা একটি শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে পারবো। এটি আমাদের জন্য বড় এক ক্ষতি। তবে আমরা এমন চ্যালেঞ্জ অতীতেও সামলেছি। আশা করি আমরা আবারও এই চ্যালেঞ্জ সামাল দিতে পারবো।’

ব্রাভোর ছিটকে যাওয়াতে ডেথ ওভারে ভাবনার কথা জানিয়ে মাইক হাসি বলেন,  ‘আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনি এবং স্টিফেন ফ্লেমিং স্কট কুগেলেইজনের দিকে লক্ষ রাখবে, ডেথ ওভারে বল করার ক্ষেত্রে তার সামর্থ্য বিচারের মাধ্যমে। আমাদের শার্দূল ঠাকুর আছে। মোহিত শর্মাও ডেথ ওভারে বল করতে পারে। কন্ডিশন নিয়ে আমাদের ভাবতে হবে। যদি পিচ টার্নিং হয়, তাহলে হয়ত ডেথ ওভারে স্পিনাররাই বল করতে পারে। আমি মনে করি এ নিয়ে অনেক কৌশলগত ভাবনা রয়েছে, আর এটাই ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক অংশ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »